1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিরোনাম:

চাঁদা না দেওয়ায় বসত বাড়িতে হামলা, প্রকাশ্যে হত্যার হুমকি

  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আরিয়া গোয়ালবাড়ি গ্রামের রমজান বিশ্বাসের ছেলে বাবলু বিশ্বাস বাবু (৪০) এবং তার সকল শরিক বর্তমানে বাড়িছাড়া। তাদের অভিযোগ-স্থানীয় বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলী শেখ ও তার অনুসারীরা নির্যাতন ও হুমকির মাধ্যমে বাড়িঘর ছাড়তে বাধ্য করেছেন। ইউসুফ বাহিনীর তাণ্ডবে ঘরছাড়া ৬টি পরিবার

রোববার (১৫ জুন) সরেজমিনে গেলে দেখা যায়, বাবু বিশ্বাসের বাড়ি তালাবদ্ধ। নিরাপত্তার অভাবে পরিবারের সদস্যরা আশপাশের গ্রাম ও দূরের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সাহস করে ভুক্তভোগীরা সামনে আসেন, যদিও অভিযুক্তরাও একই সময়ে সেখানে উপস্থিত হন এবং পাল্টাপাল্টি বক্তব্য দেন।

ঘটনার পেছনের কারণ জানতে গিয়ে জানা যায়, প্রায় ৭-৮ বছর আগে বাবুর ভাই কুদ্দুস বিশ্বাস খুন হন। সেই মামলায় ইউসুফ আলীর পক্ষের কয়েকজন আসামি হলে, এর পর থেকে বাদীপক্ষের ওপর ক্ষোভ তৈরি হয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সেই মামলার বাদীপক্ষকে চাপ দিয়ে মামলা উঠিয়ে নেওয়া হয় এবং ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।

সম্প্রতি পুনরায় ভয়ভীতি ও হামলা শুরু হয়। কখনও বাড়িতে বোমা নিক্ষেপ, কখনও পাওয়ারটিলার জোরপূর্বক নিয়ে যাওয়া—এরকম ঘটনায় বাবু বিশ্বাসদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন তারা বলছে, ৩০ লক্ষ টাকা অথবা ৩৫ শতাংশ জমি লিখে না দিলে বাড়ি ফিরতে পারবে না। তারা সেই জমিটায় অবৈধ ভাবে উত্তোলিত বালু রেখে দখল করে রেখেছে।

মরহুম কুদ্দুস বিশ্বাসের স্ত্রী শাহীদা ইয়াসমিন বলেন, তার স্বামীকে হত্যা করে মামলা তোলার জন্য চাপ দেওয়া হয়েছিল। এখন আবার ৩০ লক্ষ টাকা দাবি করা হচ্ছে।

বাবু বিশ্বাস বলেন, মিলেমিশে থাকার চেষ্টা করেও শান্তি মেলেনি। পাওয়ারটিলার কিনে আনার পর সেটি হাওয়া ছেড়ে দেওয়া হয় এবং পরে বাড়ি থেকে জোর করে নিয়ে যায়। বর্তমানে হুমকি দেওয়া হচ্ছে-চাঁদা না দিলে এলাকায় ফিরতে দেওয়া হবে না।

বাবুর স্ত্রী মমতা খাতুন বলেন, অসুস্থ অবস্থায় রাত ১১টার দিকে ঘরের দরজায় বোমা মেরে সন্ত্রাসীরা হামলা চালায়।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) ভারপ্রাপ্ত আব্দুস সালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group