আব্দুল কাইউম- পাবনা
আটঘরিয়া দেবত্তর ইউনিয়ন এর শ্রীকান্তপুর পুকুর পাড়া এলাকায় পুকুর খনন এর ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি নূর আলী বিশ্বাসের ছেলে মোঃ বাদশা ও তাঁর ছেলে আরিফ (৩৫) এর নামে পেশী শক্তির বলে মোঃ ডালেম প্রাং সহ কয়েকটি বাড়ীর আঙিনা ও রাস্তা ঘেঁষে গভীর পুকুর খননের অভিযোগ একটি মানব বন্ধন করে এলাকাবাসী।
এ সময় সাংবাদিক দের মাধ্যমে ইতিপূর্বে ঘটে যাপয়া পুকুরে পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু ঘটনা ও বসত বাড়ি ঘেঁষে এত গভীর পুকুর খনন এর নিয়ম আছে কি না এ বিষয়ে প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করে এমনটাই বলেছেন আলেয়া খাতুন (৩২)।
স্থানিয় বাসিন্দা ফিরোজ প্রং (৩৮) জানান বসত বাড়ির আঙ্গিনা ভেঙে পড়ছে এছারাও চলাচলের রাস্তার কছে এতো গভীর পুকুর খনন ফলে ধ্বসে পরতে পারে রাস্তাটি,কিন্তু এসব বিষয়ে বিবেচনা না করে পুকুর মালিক রাতেদিনে এস্কেভেটর মেশিন দ্বারা গভীর খনন করে রাস্তা সহ বসতবাড়ি হুমকির মুখে ফেলছে ট্রাক্টর দিয়ে বিভিন্ন স্থানে এসব মাটির পরিবহন করছে অসাধু ব্যবসায়ীরা।
এ বিষয়ে দেবত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল
কাছে জানতে চাইলে তিনি বলেন গতকাল আমি সরজমিন গিয়ে দেখে কাজ বন্ধ রাখতে বলেছি আজকেও যদি চলে তবে উর্ধ্বতম কর্তৃপক্ষ পরামর্শে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply