
মোঃ রাজিব জোয়ার্দ্দার
বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাব মিলনায়তন (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫) পরিণত হয় এক উৎসব মুখর মিলনমেলায়।
আলোচনা সভার মূল ‘ব্যানার বক্তব্য’ ছিল— “গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠা: নাগরিক সমাজের করণীয়”।
বর্তমান একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। আর এই গণদাবি প্রতিষ্ঠা করতে সচেতন নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দেশপ্রেমিক নাগরিকদের ঐক্য জরুরি
বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহরিয়ার আলম জর্জ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার সুজাউল ইসলাম সুমন-এর প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা জনাব এবং পাবনা জেলা আদালতের জিপি অ্যাডভোকেট আরশেদ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সদস্য জহুরুল ইসলাম বাবু পাবনা প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আরশেদ আলম বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় । দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তিনি অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে নাগরিক সমাজের পক্ষ থেকে সব ধরনের আন্দোলনে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
দোয়া ও মোনাজাত
আলোচনা সভার পর দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া গণতন্ত্রের আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের সদস্যবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply