
রাজিবপুর- রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ভোক,কৃষি) রফিকুল ইসলামের বিরুদ্ধে ক্লাস চলাকালে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। জানাগেছে গত ২২ সেপ্টেম্বর ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে পাঠদানকালে শিক্ষক রফিকুল ইসলাম আপত্তিকর কথোপকথনে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ২৩ সেপ্টেম্বর অভিযুক্ত শিক্ষককের শাস্তির দাবী নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। সহকারী শিক্ষক সামছুল আলমকে আহ্বায়ক, ফজিলা খাতুন সদস্য সচিব এবং আমিনুল ইসলামকে সদস্য করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত শিক্ষককে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
শিক্ষার্থীর বাবা বলেন ঘটনার পরে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও ওই শিক্ষকের অবিভাবক নিয়ে বসেছিলাম আমার পরিবারের লোকজন নিয়ে বসে বাকি সিদ্ধান্ত নিবো। তবে ভুক্তভোগী শিক্ষক রফিকুল ইসলাম অস্বীকার করে বলেন, তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে।
প্রধান শিক্ষক (ভারঃ) আবু হান্নান সিদ্দিক স্বাক্ষরিত নোটিশ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
Leave a Reply