নিজস্ব প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অধ্যক্ষ মো. ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) ও রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. মজিদ আলী
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডিশনাল ডিআইজি) নরেশ চাকমা, ডিসি (হেডকোয়াটার্স) মো. হাবিবুর রহমান, ডিসি (ক্রাইম) মোহাম্মদ শিবলী কায়সার, ডিসি (ট্রাফিক) আব্দুর রশীদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. রুহুল আমিন প্রমুখ।
প্রধান অতিথিরি বক্তব্যে পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ আবু সাইদসহ সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করছি শিক্ষার্থীদের খেলার মাঠ বৃদ্ধিকরণসহ সকল সমস্যা সমাধান করে বিশেষায়িত এ প্রতিষ্ঠানটিকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মো: ফজলুল হক বলেন, শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা প্রদান ও নৈতিক শিক্ষাদানে আমরা বদ্ধপরিকর। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় গভর্নিং বডি, বার্ষিক ক্রীড়া কমিটি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, ভলান্টিয়ার, পুলিশ সদস্য ও সাংবাদিকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, অতিথিসহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।##
Leave a Reply