স্টাফ রিপোর্টারঃদৈনিক সিনসা সাহিত্য গোষ্ঠীর একযুগ পূর্তি উপলক্ষ্যে কবি কোহিনূর বেগম শিউলী সংবর্ধিত। গতকাল সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সিনসা সাহিত্য গোষ্ঠী পাবনার যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানে তাকে এ স্মমাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, সিনসা সাহিত্য গোষ্ঠী লেখক,সাংবাদিক কবি,সাহিত্যিক গল্পকার কন্ঠ ও বাচিক শিল্পীদের সাংস্কৃতিক চর্চার একটি সনামধন্য আশ্রয় স্থল। এখান থেকে প্রতি বছর নতুন নতুন কবি সাহিত্যিক শিল্পী সৃষ্টি হয়। যার মাধ্যমে সুষ্ঠ ধারার সাংস্কৃতিক চর্চাসহ সমাজ তথা রাস্ট্র গঠনে সহায়ক হিসেবে গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করে। সিনসা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এস এম মাহবুব আলমের সভাপতিত্বে এবং সিনসা সাহিত্য সম্পাদক ড. মনছুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ রফিকুল হাসান, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ( অব.) প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা ও মাসুমদিয়া কেজিবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু। সম্মানা প্রাপ্তিতে নিজের অনুভূতি ব্যক্ত করেন কবি কোহিনুর বেগম শিউলী। তিনি বলেন তার জীবনের লেখা প্রথম কবিতাটি এই সিনসা পত্রিকায় প্রকাশ করা হয়েছিলো। এ র পর থেকে সাহিত্য পাতায় নিয়োমিত ভাবে তার লেখা প্রকাশিত হয়ে আসছে। এ জন্য তিনি সিনসা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে কবিতা পাঠ ও স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট গাইনী চিকিৎসক শাহীন ফেরদৌস সানু, পাবিপ্রবির সেকশন অফিসার গ্রেড – ২ শামসুল আরেফিন, কবি সাংবাদিক ভাষা ও শব্দশ্রমিক আব্দুল কাইয়ুম, দৈনিক সিনসার নির্বাহী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খান, সহ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান, বাংলাদেশ কবিতা সংসদ‘র প্রতিষ্ঠাতা সভাপতি কবি মানিক মজুমদার, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নন টেক বিভাগের বিভাগীয় প্রধান আলি আকবর মিয়া রাজু, কৃঞ্চপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছিমা খন্দকার, সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী,রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দেওয়ান মাযহার, বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্ত, সহকারী শিক্ষক ও সমাজ কর্মী আব্দুল মান্নান ভূইয়া,দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাসস জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল,সাংবাদিক হাসান আলী,লেখক ও সাংবাদিক শফিক আল কামাল, দৈনিক সিনসা বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ, স্টাফ রিপোর্টার মুজিবুল হক লাজুক, সাংবাদিক রাকিবুল ইসলাম জীবন, মেঝবাউল হক রেইন,সাংবাদিক সাঈদ উল ইসলাম, দৈনিক লাখো কন্ঠের এ্যাড এক্সিকিউটিভ শিউলী আক্তার, কবি কামনুর নাহার, কবি আসাদুর রহমান, শিক্ষানবিশ আইনজীবী মীর ফজলুল করিম বাচ্চু, দৈনিক আনন্দ বাজারের জেলা প্রতিনিধি শিশির ইসলাম, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক জহুরুল ইসলাম, হৃদয়ের ছোঁয়া পত্রিকার সম্পাদক মাসুদ হাসান রনি, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি হৃদয় হোসেন, ফিসফিস পরিধানের সত্ত্বাধিকারী পিংকি আক্তার,সাংস্কৃতিক কর্মী হবিবর রহমান সাগর, পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের সহ সম্পাদক এস এম আদনান উদ্দিন, দৈনিক সমাজ সংবাদ জেলা প্রতিনিধি আলউদ্দিন বিন কাশেম,চলচ্চিত্র পরিচালক ও শিশু সাহিত্যিক দেওয়ান বাদল, প্রাক্তন প্রধান শিক্ষক আমানুল্লাহ খান,কৃষিবিদ জাফর সাদেক, কবিও বেতার আবৃত্তিকার মমতাজ রোজ কলি, উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবির হৃদয় , সহ সম্পাদক রুদ্র বিশ্বাস , প্রচার সম্পাদক মিস ফয়সাল ও সাংস্কৃতিক সম্পাদক নিলীমা, আবৃত্তি শিল্পী জেসমিন বন্যা, পাঠশালার সাংগঠনিক সম্পাদক এস এম শিহাব ও সদস্য মাহবুবুর রশিদ খান, লেখক , কবি ও গীতিকার মধুসূদন মজুমদার, সোনার বাংলা মা একাডেমির সুমন আলী , সদস্য আহাম্মদ আলী , শান্ত হোসেন ও আশরাফুল ইসলাম, বাংলাদেশ কবিতা সংসদের সদস্য মানব মজুমদার,কবি ও শিক্ষক সুমনা ঘোষ, রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য দিপা খাতুন ও রেখা খাতুন, রং বে রং শিল্পীগোষ্ঠীর উত্তম কুমার দাস ও উৎসব দাস, প্রগতি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তানজিল আরা নাজনিন,কবি বেলাল হোসেন, সুমন শেখ, সুলতান শেখ প্রমুখ
Leave a Reply