
নিজস্ব প্রতিবেদক:-
রাজশাহীতে কর্মরত জাতীয় দৈনিক সময়রের আলো ও স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি রকিবুল হাসান রকিকে সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আইনগত নিরাপত্তা চেয়ে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক রকিবুল হাসান রকি (২৪) গত (২৫ অক্টোবর) হঠাৎ ধনী রিকশাচালক আবুল” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। সংবাদটি প্রকাশের পর থেকেই অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিতে আসছেন।
অভিযোগে বলা হয়, মো.আবুল (৫৫), তার ছেলে রিদয় (২০), মো. কালাম (৪৫) ও মো. শায়েদ (৪২) গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৭ টায় সাংবাদিক রকির বাড়িতে গিয়ে তাকে সংবাদ প্রকাশের কারণে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা প্রীতি ও রাজু।
এছাড়া, মো. আকাশ (২৭), মো. কালু (৬০), মো. খোকা (৪০) এবং অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি পরদিন ২৭ অক্টোবর বিকেল ৫ টায় পুঠিয়া উপজেলার ফুলবাড়িয়া বাজারে সাংবাদিক রকিকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আইয়ুব আলী ও মনিরুল ইসলামসহ স্থানীয় অনেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক রকিবুল হাসান রকি জানান, “আমি পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। কিন্তু সংবাদ প্রকাশের পর থেকে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছি।
ঘটনার বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অভিযোগটি পুলিশ তদন্ত করছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply