পাবনা প্রতিনিধি:পাবনা সদর উপজেলার ৭ টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়তে ইসলামী তাদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে। পাবনা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর হাফেজ মাওলানা জহুরুল ইসলাম খাঁন আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মনোনীত প্রার্থীরা হলেন: *
সাদুল্লাপুর ইউনিয়ন: মোঃ আবু ইসহাক মাস্টার
* দোগাছি ইউনিয়ন: মোঃ আশরাফুল আলম হেলাল
* আতাইকুলা ইউনিয়ন: মোঃ আকরাম মন্ডল
* হেমায়েতপুর ইউনিয়ন: আলহাজ্ব জাহাঙ্গীর আলম
* দাপুনিয়া ইউনিয়ন: মোঃ দৌলত মেম্বার
* মালঞ্চী ইউনিয়ন: মোঃ মঈনুদ্দীন খাঁন
* চরতারাপুর ইউনিয়ন: মোঃ আসলাম হোসেন
সাদুল্লাপুর ইউনিয়নে আলোচনার কেন্দ্রে আবু ইসহাক মাস্টার
ঘোষিত প্রার্থীদের মধ্যে সাদুল্লাপুর ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু ইসহাক মাস্টার স্থানীয়ভাবে বিশেষ আলোচনায় রয়েছেন । রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয়তা ও তৎপরতা স্থানীয় মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। তাকে একজন তরুণ এবং চৌকস রাজনীতিবিদ হিসেবে গণ্য করা হচ্ছে।
সাদুল্লাপুর ইউনিয়নে, আবু ইসহাক মাস্টারের তরুণ ও গতিশীল রাজনৈতিক মনোভাব দল-মত নির্বিশেষে অনেকেরই নজর কেড়েছে। তার সমর্থকরা বিশ্বাস করেন যে, আগামী দিনের রাজনৈতিক নেতৃবৃন্দের কৌশলগত আচরণ ও নেতৃত্বই সমাজের আমূল পরিবর্তনে সক্ষম। এই প্রেক্ষাপটে, আবু ইসহাক মাস্টার ইতিমধ্যেই সাদুল্লাপুরের রাজনৈতিক ময়দানে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। আশা করা হচ্ছে, আগামী দিনগুলোতে তার বুদ্ধিদীপ্ত ও কৌশলী নেতৃত্ব এই এলাকার প্রত্যেকটি মানুষের নিকট একটি উদাহরণ সৃষ্টি করবে।
জানা গেছে, তরুণ বয়সে আবু ইসহাক মাস্টার সরকারি এডওয়ার্ড কলেজে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে বেড়ে উঠেছেন। তার এই শিক্ষাগত এবং সাংগঠনিক পটভূমি তাকে একজন যোগ্য নেতৃত্ব হিসেবে পরিচিতি দিয়েছে। একইসাথে তিনি একজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরিতে যোগ্য শিক্ষকের ভূমিকা পালন করছেন। রাজনৈতিক ময়দানে তার এই নেতৃত্ব ভূয়সী প্রশংসার দাবি রাখে বলে অনেকে মনে করেন। সাদুল্লাপুর ইউনিয়নবাসী আশা করছেন যে, তারা এই তরুণ ও দায়িত্বশীল নেতার সমাজ সংস্কারমূলক ভূমিকা রাখার সুযোগ পাবেন।
আবু ইসহাক মাস্টারের এই রাজনৈতিক উত্থান সাদুল্লাপুর ইউনিয়নে একটি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, যেখানে তারুণ্য, দক্ষতা এবং সততা স্থানীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
Leave a Reply