উপজেলা প্রতিনিধি, রাজিবপুর(কুড়িগ্রাম)
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করার দায়ে ৩ নং ওয়ার্ডের মেম্বর এর সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়।
শনিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষে ৩ জন আহত হয়েছে। মেম্বরের ছেলে শাকিল ও ফুলমিয়া হাসপাতালের ভর্তি করা হয়েছে।
জানাগেছে,৩নং ওয়ার্ডের মেম্বর শাহাবুদ্দিন তার ওয়ার্ডে ভিজিএফের চাল বিতরণের সময় ঐ ওয়ার্ডের সাইদুর রহমানের কাছে তালিকা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক পর্যায়ে মেম্বারের ২ ছেলের সাথে হাতাহাতি হয়।
এ ব্যাপারে সাইদুর বলেন, অনিয়ম করে তালিকা করেছে সেই বিষয়ে প্রতিবাদ করায়, তার ছেলেরা আমাকে লাঞ্চিত করেছে। পরে দুইপক্ষের লোকজনের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।
৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন বলেন এলাকার লোকজন বাদ পড়লে আগামীকাল ব্যাবস্থা করে দেওয়া হবে কিন্তু তার আগেই সাইদুরসহ তার লোকজন এসে কিছু লোকের উসকানিতে আমার ছেলে ফুল মিয়া ও শাকিলকে মারপিট করেছে।
এ ব্যাপারে চেয়ারম্যান জানান, বিগত পতিত সরকারের কিছু লোকের উসকানিতে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমি হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছি এবং দুই পক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন বিষয়টি নিয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply