মোঃ মাফুজুর রহমান নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বিআরিটিসি বাসে ডাকাতি হয়েছে বলে ওই বাসের সুপারভাইজার জানিয়েছেন।
বিআরটিসি বাসের সুপারভাইজার রতন কুমার সাহা জানান, উপজেলার মানাষী ও করমজাইয়ের মাঝামাঝি এলাকার নজিপুর-সাপাহার সড়কে শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান বলেন, “রাস্তায় গাছ ফেলে বাসে ডাকাতির চেষ্টা করা হয়েছে। পুলিশ ‘দ্রুত’ ঘটনাস্থলে যাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার বর্ণনায় রতন কুমার সাহা বলছেন, “আমাদের বাসটি রাজশাহী থেকে পোরশা উপজেলার নিতপুরের উদ্দেশ্যে রাত পৌনে ৯টায় ছেড়ে যায়। পথে একদল মুখোশধারী ব্যক্তি রাস্তায় গাছ ফেলে তাদের বাস ও পেছনে থাকা একটি মাইক্রোবাস থামিয়ে দেয়।
এরপর তারা জানালার গ্লাস ও দরজা ভেঙে বাসে প্রবেশ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, ৭-৮টি মোবাইল ফোন ও নারী যাত্রীদের স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখের বেশি টাকার মালামাল লুট করে।
Leave a Reply