কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে বাবার বিরুদ্ধে চুরির অপবাদের প্রতিবাদ করায় এক ষোড়শী কন্যাকে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মমেনা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের কিসামত নাখেন্দা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাবার নাম মোস্তফা মিয়া। দিনে পেশায় দিনমজুর। ওই কিশোরীর ছোটবোন আশামনি(৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিল। তার দাদি অসুস্থ নাতনির চিকিৎসার খরচের জন্য তার বাবাকে একটি গরু দেন। পরে ওই কিশোরীর দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের(সাবেক মেম্বার) কিশোরীর বাবা মোস্তফার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন। বাবাকে দেওয়া অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদেরের উঠানেই নবম শ্রেণীর ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।
সকাল ৯ টার দিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হলে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ দুপুর ৩টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে।
ভুক্তভোগী কিশোরী মোহনা বলে, আমি আমার দাদিকে নিতে আসছিলাম। এ সময় সাবেক মেম্বার আব্দুল কাদের, দাদির বোন আয়েশা, মায়া, শারমিন, শিউলি। এরা সবাই আমাকে চার-পাঁচ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে রেখে মারধর করেছে।
রাজারাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, চুরির ঘটনাকে কেন্দ্র করে কিশোরী মেয়েকে গাছে বেঁধে রাখার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় মমেনা নামে একজনকে আটক করা হয়।
Leave a Reply