1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিরোনাম:

এফএ কাপ: ম্যানসিটি-ফুলহ্যামের জয়ের রাতে হেরেছে চেলসি

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:এফএ কাপের চতুর্থ রাউন্ডে জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। একই রাউন্ডে ব্রাইটনের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে দ্য ব্লুজ— চেলসি। উইগান অ্যাথলেটিককে হারিয়েছে ফুলহ্যাম।শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অনুষ্ঠিত হয় এফএ কাপের একাধিক ম্যাচ।ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের দল লেইটন অরিয়েন্টের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৬ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে যায় সিটিজেনরা।দ্বিতীয়ার্ধে কুজানভের গোলে সমতায় ফেরে সিটি। এরপর ৭৯ মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে ২-১ এর জয় নিশ্চিত করে পেপ গার্দিওলা শিষ্যরা।আরেক ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে চেলসি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৫ মিনিটে বার্ট ভেরব্রুগেনের আত্মঘাতি গোলে লিড পায় চেলসি। তবে ১২ মিনিটে গোল করে ব্রাইটনকে সমতায় ফেরায় জর্জিনি রাটার। ১-১ এ শেষ হয় প্রথমার্ধ।দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে কাওরু মিতোমার গোলে ২-১ এ এগিয়ে যায় ব্রাইটন। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে না পারলে হার নিয়েই মাঠ ছাড়ে চেলসি।অপরম্যাচে, উইগান অ্যাথলেটিককে ২-১ ব্যবধানে হারিয়েছে ফুলহ্যাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group