
সংবাদদাতাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সভাপতি মোনায়েম মুন্নার বড় বোন খোদেজা বেগমের মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন পাবনা জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আবু রায়হান নয়ন। গতকাল রাজধানীর পিজি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন খোদেজা বেগম। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জেলা যুবদল নেতা আবু রায়হান নয়ন বলেন, মরহুমা খোদেজা বেগম পরহেজগার ও পরোপকারী মহিলা হিসাবে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব ও শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারনের ক্ষমতা দান করেন। এ সময় যুবদল নেতা নয়ন খোদেজা বেগমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
                     
					
					
Leave a Reply