
বিশেষ প্রতিনিধিঃ “শীতের উষ্ণতায় ভালোবাসার স্পর্শ” এই শ্লোগান কে সামনে রেখে পাবনায় নিরাপদ সড়ক আইন সচেতনতা মূলক সংগঠন ইয়েলো ল্যাম্প মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র(হুডি) বিতরণ করেন। পাবনা সদরের আতাইকুলা থানার সারদিয়ার জান্নাতুল মাওয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার, শিক্ষার্থীদের মাঝে উঞ্চতা ছড়িয়ে দিতে পৌঁছে যান সংগঠনটির  সদস্যরা এবং কোমলমতি শিশুদের হাতে উপহার তুলে দিতেই তারা আনন্দে আত্বহারা হয়ে পরেন, কেউ কেউ কান্না জরিত কন্ঠে বলেন আমাদের রাতে শীতে খুব কষ্ট হয় বলতে পারিনা এই হুডি পেয়ে আমাদের খুব উপকার হলো।

 
মাদ্রাসা সুপার বলেন ছোট বাচ্চারা শীতে ভীষণ কষ্ট করে এটা পেয়ে খুবই আনন্দিত হলাম নামাজ পড়ে উনাদের জন্য দোয়া করবো আল্লাহ তাঁদের আরো মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন। সংগঠন এর সভাপতি মোঃ শহিদুল্লাহ উজ্জল বলেন আমরা সবসময় মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় এই মাদ্রাসার খোঁজ পেয়ে চলে আসি কোমলমতি কোরআনের পাখিদের মাঝে উপহার পৌঁছে দিতে। আমরা সৃষ্টির সেরা জীব মানুষ তাই মানুষ হয়ে মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব, তিনি আরো বলেন আমাদের উচিৎ নিজেদের ভালো থাকার পাশাপাশি সমাজে আশেপাশে খোঁজ খবর রাখা আমাদের একটু প্রচেষ্টার মাধ্যমে যদি মানুষকে কিছুটা ভালো রাখতে পারি এটাই অনেক। আমি সমাজের বিত্তবান মানুষকে এমন মহৎ কাজে এগিয়ে আসার আহবান জানাই। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক  আব্দুর রশিদ  ইয়েলো ল্যাম্প সদস্য এম এইচ মোস্তফা, কৌশিক হোসাইন, এস এম সালাহউদ্দিন সোহাগ,
মো: দুলাল শেখ,মো:সিরাজুল ইসলাম,
অ্যাডভোকেট সরকার মাহবুব সহ সংগঠন এর অন্যান্য সদস্যরা।
 
                     
					
					
Leave a Reply