1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শিরোনাম:

চাটমোহরে মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষ’র বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাকপাড়া শাহ্ মোখলেছুর রহমান আলিম মাদ্রসার সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রামানিক ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, অনিয়ম- দুর্নীতি ও সদ্য নিয়োগ প্রাপ্ত মাদকাসক্ত কর্মচারি আতিকুর রহমানের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাকপাড়া শাহ্ মোখলেছুর রহমান আলিম মাদ্রসা চত্ত্বরে এলাকাবাসীর উদ্যোগে ও অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বিএনপি নেতা মো. আবু হানিফ, হাবিবুর রহমান হাবীব, আব্দুল আলিম, রাসিদুল হাসান মানিক, আবু সালেক, রফিকুল ইসলাম ও নিজাম উদ্দিনসহ আরও অনেকে।  বক্তারা বলেন, হান্ডিয়াল পাকপাড়া শাহ্ মোখলেছুর রহমান আলিম মাদ্রসার সভাপতি থাকাকালীন শাহ আলম প্রামানিক ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যে করে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও মাদ্রাসায় নানা দূর্নীতি করে অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করেছে।

বক্তারা আরও বলেন, শাহ আলম সভাপতি হয়ে আপন ছোট ভাই মাদকাসক্ত আতিকুর রহমান (রতন) কে অফিস সহকারি কাম: হিসাব সহকারী পদে নিয়োগ সহ অবৈধ ভাবে মোটা অংকের টাকার বিনিময়ে আরও ছয় জনকে চাকরি দিয়েছে। তারা বলেন, রতন মাদকাসক্ত হওয়ায় প্রতিদিন নেশা করে মাদ্রাসায় এসে ছাত্র-ছাত্রীদের উত্যাক্ত করা সহ শিক্ষকদের লাঞ্চিত করছে। এ জন্য তার পদত্যাগ দাবি করেন এলাকাবাসী সহ মাদ্রার ছাত্র-ছাত্রী। মানববন্ধনে এলাকাবাসী নিয়োগ বানিজ্যর টাকা মাদ্রাসার তহবিলে জমা সহ সকল অনিয়মের প্রতিবাদ ও বিচার দাবি করেন তারা। এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রউফ’র  মুঠফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. আব্দুল আজিজ বলেন, অধ্যক্ষ আব্দুর রউফ গত সাতদিন মাদ্রাসায় অনুপস্থিত রয়েছে। সে কি কারণে আসছে না আমি জানি না। সে নিয়ম মেনে ছুটি ভোগ করছেন না বলে জানান তিনি। তিনি আরও জানান, সাবেক সভাপতি শাহ আলম তার ছোট ভাইকে নিয়োগ দিয়েছে, সে নেশা করে মাদ্রাসায় আসে বিষয়টি শুনেছি। তাদের সময়ে মোট ছয়টি পদে নিয়োগ হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group