মোঃ রাজিব জোয়ার্দ্দার
পাবনা সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজের ছেলের হাতে খুন হয়েছেন ৬০ বছরের নিজাম উদ্দিন। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গত ২ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়াডাঙ্গী গ্রামে।
নিহত নিজাম উদ্দিন এশার নামাজ নিজ ঘরে পড়ছিলেন, সেই সময় তার ছেলে মোঃ মোস্তফা (২৩) পারিবারিক ঝগড়ার জেরে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার বাবার ওপর হামলা চালান। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই নিহত হোন নিজাম উদ্দিন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালামের নেতৃত্বে একটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সাহসী পুলিশ সদস্যরা আসামি মোঃ মোস্তফাকে গ্রেপ্তার করার চেষ্টা করলে মোস্তফা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ওই অভিযানে তিন পুলিশ সদস্য আহত হন: আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই আব্বুর রায়হান, এসআই আবু বক্কর সিদ্দিক, এবং এসআই মোঃ হিয়াউর রহমান। আহতদের পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের সদস্যদের এই সাহসী ভূমিকা প্রশংসনীয় এবং এটি আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দৃঢ় প্রতিজ্ঞার সাথে সম্পৃক্ততাকে প্রতিফলিত করে। তারা নিজেদের জীবন বিপন্ন করে জনগণের নিরাপত্তার জন্য যে অঙ্গীকার রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয় ।
এই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা বাবাকে হত্যা এবং অপরটি পুলিশের ওপর হামলার অভিযোগে। গ্রেপ্তারকৃত মোস্তফাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হয়েছে।