
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার আফরোজা ফাউন্ডেশনের আয়োজনে আজ ১৭ সেপ্টেম্বর বুধবার রৌমারী উপজেলার তিনতেলী গ্রামে ফ্রী মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যাল ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও আফরোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আকতার শুভ’র সার্বিক তত্ত্বাবধানে
ফ্রি মেডিকেল ক্যাম্প এ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আফরোজা ফাউন্ডেশনের উপদেষ্টা অবসর প্রাপ্ত সৈনিক রহমত আলী, প্রভাষক শরিয়ত উল্লাহ, নাসির হোসেন ও ইয়াসির আরাফাত নাহিদ।
অতিথিদের বক্তব্যকালে নাসির হোসেন বলেন, “আফরোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আকতার শুভ তার ছোট বোন আফরোজার অকাল মৃত্যুর পর এই উদ্যোগ নেন। ভুল চিকিৎসার কারণে তার বোনের মৃত্যু হয়, সেই থেকে শুভ দৃঢ় সংকল্প করেন—আর যেন কেউ ভুল চিকিৎসার শিকার না হন কিংবা বিনা চিকিৎসায় মারা না যান। সেই মানবিক চিন্তা থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পের পথচলা শুরু।”
আফরোজা ফাউন্ডেশনের পক্ষ থেকে আরাফাত নাহিদ জানান
শুধু মেডিকেল ক্যাম্প নয় এই আফরোজা ফাউন্ডেশন এর পক্ষ থেকে মানুষের যেকোনো ধরনের মানবিক সহায়তার উদ্যোগও নেওয়া হয়ে থাকে পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসা সেবা নিতে আসা ৬৫ বছরের রহিমা খাতুন বলেন “ডাক্তার দেখাতে গেলে মেলা টাকা লাগে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে থাকতে হয় টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনা আজ আমাদের গ্রামে চিকিৎসা দেবার জন্য ডাক্তার আইছে তাই যারা উদ্যোগ নিসে আল্লাহ তাদের ভালো করুক”
রহিমা খাতুন এর মত আসমা খাতুন আব্দুল করিম সহ অনেকেই আফরোজা ফাউন্ডেশন এর এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে ভবিষ্যতের জন্য এই ধরনের কার্যক্রম চালু থাকে এজন্য তারা দাবি জানান।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রথম দিনে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে আফরোজা ফাউন্ডেশন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,মর্তুজ, হিমন, দুলাল,ছবর আলী, সাব্বির সহ আরো অনেকে।
Leave a Reply