Warning: Creating default object from empty value in /home/timesofpabna/kalersangram.com/wp-content/themes/BreakingNews Design1/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কিনোয়া কি চিনতেন না অথচ চাষ করে সফল কুড়িগ্রামের কৃষকরা কিনোয়া কি চিনতেন না অথচ চাষ করে সফল কুড়িগ্রামের কৃষকরা – Kaler Sangram
  1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কিনোয়া কি চিনতেন না অথচ চাষ করে সফল কুড়িগ্রামের কৃষকরা ঝালকাঠির শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ে এডহক কমিটি স্থগিত নগরবাড়ি ঘাটে ঠিকাদারির নামে জমি কেটে গর্ত – ভয়াবহ ঝুঁকিতে পরিবেশ রৌমারীতে মডেল প্রেসক্লাবের কমিটি গঠন দেড় কোটি টাকার হরিণের কস্তুরীসহ সীমান্তে আটক ১ আম পাড়াকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থীকে শ্বাসরোধ করার অভিযোগ নববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম হলেন রাবিতে আইন বিভাগে ষষ্ঠ হওয়া আতিক শাহরিয়ার শাহিন রাজিবপুরে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন কুড়িগ্রামে চরের নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ।
শিরোনাম:
কিনোয়া কি চিনতেন না অথচ চাষ করে সফল কুড়িগ্রামের কৃষকরা ঝালকাঠির শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ে এডহক কমিটি স্থগিত নগরবাড়ি ঘাটে ঠিকাদারির নামে জমি কেটে গর্ত – ভয়াবহ ঝুঁকিতে পরিবেশ রৌমারীতে মডেল প্রেসক্লাবের কমিটি গঠন দেড় কোটি টাকার হরিণের কস্তুরীসহ সীমান্তে আটক ১ আম পাড়াকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থীকে শ্বাসরোধ করার অভিযোগ নববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম হলেন রাবিতে আইন বিভাগে ষষ্ঠ হওয়া আতিক শাহরিয়ার শাহিন রাজিবপুরে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন কুড়িগ্রামে চরের নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ।

কিনোয়া কি চিনতেন না অথচ চাষ করে সফল কুড়িগ্রামের কৃষকরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি

“কিনোয়া কী এটাই জানতাম না। কেনোয়া নাম শুনে চমকে গিয়েছিলাম। এখন এই ফসল চাষ করেই আমি একজন সফল ।” এভাবেই নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন কুড়িগ্রামের মোহনগঞ্জ ইউনিয়নের কৃষক সানোয়ার হোসেন।

তিনি বলেন, “কিনোয়া দেখতে কেমন, এটা দিয়ে কী করা যায়-এমন কিছুই জানতাম না। লজিক প্রকল্পের মাধ্যমে প্রথম জানতে পারি এই ফসল সম্পর্কে। জানার পর আগ্রহ বাড়ে। পরামর্শ নিয়ে আমরা তিনজন মিলে ৩০ শতাংশ জমিতে চাষ করি। প্রথমবারেই সফল হই। এখন আমরা আশাবাদী-চাষিদের স্বপ্নপূরণে কিনোয়া ও চিয়া শীড বড় ভূমিকা রাখবে।”

এ কথা বলেন, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের বাসিন্দা সানোয়ার হোসেন। তিনি চিয়া শীড ও কিনোয়া উৎপাদন, ব্যবস্থাপনা এবং বাজার সংযোজন বিষয়ক একটি কর্মশালায় অংশ নিয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় রাজিবপুর উপজেলা হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে ‘আমাল বাংলাদেশ ফাউন্ডেশন’ ও ‘লজিক প্রকল্প’। কর্মশালায় চিয়া শীড ও কিনোয়া উৎপাদনের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রথমে কৃষকরা এই দুই নতুন ফসল সম্পর্কে তেমন কিছু জানতেন না। তবে কর্মশালায় অংশ নিয়ে তারা এ সম্পর্কে ধারণা পান এবং চাষে আগ্রহ প্রকাশ করেন। মোহনগঞ্জ ও কোদালকাটি ইউনিয়ন থেকে আগত কয়েকজন কৃষক জানান, প্রথমবারের মতো চিয়া শীড ও কিনোয়া চাষ করেছেন তারা। এ দুটি ফসলের চাহিদা অনেক, উৎপাদন খরচ কম এবং বাজারমূল্য তুলনামূলকভাবে বেশি। চাষ করাও সহজ।

আমাল বাংলাদেশ ফাউন্ডেশনের মুখপাত্র বলেন, চিয়া শীড ও কিনোয়া উভয়ই সুপারফুড হিসেবে পরিচিত। চিয়া শীডে রয়েছে উচ্চমাত্রার ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টস, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণ ও ওজন কমাতে সহায়তা করে।

অন্যদিকে, কিনোয়াতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, এটি গ্লুটেন-ফ্রি, পাশাপাশি এতে রয়েছে ফাইবার, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাঙ্গানিজ এবং লো গ্লাইসেমিক ইনডেক্স। এই উপাদানগুলো মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় উপস্থিত ছিলেন মো. মুছা, জেলা ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর (ডিসিসিসি), লজিক প্রকল্প, কুড়িগ্রাম; মো. আনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা; চিরঞ্জিত দাস, রিসোর্স মবিলাইজেশন অফিসার, আমাল ফাউন্ডেশন; মো. আবদুল্লাহ আল মামুন, অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার; বিশাল চন্দ্র রায়, ডিস্ট্রিক্ট সুপারভাইজার, আমাল ফাউন্ডেশন এবং মো. শাহীন আলম, উপজেলা ফ্যাসিলিটেটর, লজিক প্রকল্প, রাজিবপুর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group