সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের এডহক কমিটি স্থগিত করে রুল জারী করেছে হাইকোর্ট গত ২৩ মার্চ ঝালকাঠির শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরকে সভাপতি করে গঠিত এডহক কমিটি স্থগিত করে রুল নিশি জারী করেছে মহামান্য হাইকোর্ট।১৯মে মঙ্গলবার মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রীট পিটিশনের (নং-৭২০৯) শুনানী শেষে বিচারপতি ফাতেমা নাজবি ও বিচারপতি সিকদার মাহামুদুর রেজার যৌথ বেঞ্চ এই আদেশ প্রদান করেন। মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দায়েরকারী শেখ সালামের আইনজীবী এড.মোঃ মুসলিম উদ্দিন স্বাক্ষরিত এক সার্টিফাইড কপি এতথ্য জানান। হাইকোর্টের এ স্থগিতাদেশের সংবাদ এলাকায় পৌছলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ ২০২৫ইং তারিখ বরিশাল শিক্ষাবোর্ড সন্ত্রাসী মামলার চার্জশিট ভুক্ত আসামীসহ বহু অভিযোগের হোতা সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরকে সভাপতি করে শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন করেন। এ খবর এলাকায় কাছে পৌছলেন তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয়রা মানবন্ধন, বিক্ষোভ, সমাবেশসহ নানা প্রতিবাদ কর্মসূচী পালন করে।
উক্ত এডহক কমিটি পরিবর্তনের দাবীতে বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রীদের তিন ভাগের দুই ভাগ অভিভাবক স্বাক্ষর দিয়ে বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানসহ জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এমন কি বিতর্কিত ব্যক্তিকে সভাপতি মনোনীত করায় এডহক কমিটির ৪ সদস্যের মধ্যে ৩জনই স্বেচ্ছায় পদত্যাগ করেন।
এপরিস্থিতিতে গত ১৯ মে রোকেয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর পিতা শেখ সালাম ২৩ মার্চ বরিশাল শিক্ষা বোর্ডের (মেমো নং-বশিবো/ বিঅ/ ২০১৫/ ১৭১৭) চিঠি চ্যালেজ্ঞ করে রিটপিটিশন দায়ের করলে মহামান্য হাইকোর্ট উক্ত চিঠি স্থগিত করে রুলনিশি জারী করেন। রিটপিটিশনে সচিব শিক্ষা মন্ত্রনালয়, মহাপরিচালক, চেয়ারম্যান বরিশাল শিক্ষবোর্ড, বিদ্যালয় পরিদর্শক বরিশাল শিক্ষবোর্ড, জেলা প্রশাসক, ইউএনও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষক রোকেয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে বিবাদী করা হয়।
এ খবরে সন্তোষ প্রকাশ করে মোঃ জামার হোসেন, আক্কাস হাওলাদার, শাহাদাত হোসেন সহ বেশ কয়েকজন অভিভাবক বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগ বিতর্কিত ও অগ্রহনযোগ্য ব্যক্তিকে সভাপতি করে গঠিত এডহক কমিটি স্থগিত করে ঐতিহ্যবাহী রোকেয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। আমরা অবিলম্বে একজন সুশিক্ষিত, শিক্ষানুরাগী ও গ্রহনযেগ্য ব্যক্তিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বানানোর জন্য উপজেলা ও জেলা প্রশাসনসহ শিক্ষাবোর্ডের কাছে দাবী জানাই।
Leave a Reply