নিউজ ডেস্ক
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় রাজিবপুর ক্রিকেটারসের আয়োজনে নববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ মে শুক্রবার রাজিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রৌমারী ক্রিকেট একাদশ ও রাজিবপুরের মোহনগঞ্জ ক্রিকেট একাদশের মধ্যে নববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় রাজিবপুর মোহনগঞ্জ ক্রিকেট একাদশ পাঁচ উইকেটে বিজয় লাভ করেন।
নববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলার উদ্বোধক ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিরন মোঃ ইলিয়াস , টুর্নামেন্ট উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম মাহমুদ পুরো আয়োজনে মিজানুর রহমান মিজানের সভাপতি তে সহযোগিতা করেন সোহেল রানা সোহাগ ও শফিকুল ইসলাম।
জনাব ফজলে এলাহী বলেন তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমাজ গড়ার জন্য বেশি বেশি টুর্নামেন্ট আয়োজন করার পরামর্শ দেন। পরবর্তীতে এ ধরনের আয়োজন করলে তারা সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অধ্যাপক মোখলেছুর রহমান বলেন খেলাধুলার মাধ্যমে তরুণদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে বলে অযথা বসে আড্ডায় না থেকে খেলাধুলার সাথে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।
আমিনুল ইসলাম বলেন ক্রিকেট আমার প্রিয় খেলা তাই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমি ম্যাচগুলো উপভোগ করেছি। যারা খেলাধুলার সাথে বেশি যুক্ত থাকে তাদের অপরাধ করার প্রবণতা খুবই কম থাকে তাই মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। মাওলানা আব্দুল লতিফ বলেন ক্রিকেট খেলার পোশাকে কোন অশ্লীলতা নেই তাই আমার খুবই ভালো লাগে এই খেলাটি
গত শুক্রবারে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়ে আজ শুক্রবারের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় এই টুর্নামেন্টের আয়োজকদেরকে ভূয়সী প্রশংসা করেন। এ সময় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।