পাবনা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ১৬ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
২৩ মার্চ ২০২৫ রবিবার অস্ট্রেলিয়া সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় সিডনি হল্যান্ড প্লেসে এক আনুষ্ঠানিক আয়োজনে কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
বিএনপি অস্ট্রেলিয়ার নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সহ-সভাপতি: মাহফুজুর রহমান (তাসমানিয়া), সায়ীদ চৌধুরী (QLD)
যুগ্ম সচিব: মোঃ কামরুজ্জামান (NSW), ওমর শরীফ (VIC), জাহাঙ্গীর হোসেন (QLD)
সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ শফিউল আলম (NSW)
সহকারী সাংগঠনিক সম্পাদক: হাসনা হেনা (NSW), অলি হাসান (TAS)
সহকারী অফিস সম্পাদক: রেজানুর রহমান রুপন (NSW), বাদশা বুলুল (NSW)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আশিক মাহমুদ বিপুল (VIC), মোহাম্মদ ফয়সাল আল মাহমুদ (WA)
সহ-প্রচার সম্পাদক: মোঃ কামরুজ্জামান হাওলাদার (NSW)
সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আজিজুন নাহার মালা (NSW)
কার্যনির্বাহী সদস্য: মোঃ আব্দুল আলিম মোল্লা (NSW), ইউনুস রোহান (NSW)
কমিটি ঘোষণা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃবৃন্দ দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। পরে বাংলাদেশের নির্যাতিত মানুষের জন্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ইফতার আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নতুন কমিটি গঠনের ফলে বিএনপি অস্ট্রেলিয়ার সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন। এছাড়া, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে জানা গেছে।
উল্লেখ্য, বিএনপি অস্ট্রেলিয়া শাখা দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছে। নতুন কমিটির সদস্যরা দলীয় কার্যক্রম আরও গতিশীল করার জন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
Leave a Reply