সংগ্রাম ডেস্ক রিপোর্ট:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদের উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শনিবার ১৬ মার্চ শনিবার দুপুরে উপজেলা স্বপ্ন ছোঁব কার্যালয় প্রাঙ্গনে উপজেলার ৩ টি ইউনিয়নের ১৬ জন ইমাম ও মুয়াজ্জিদের মাঝে ঈদের উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেছেন আসসাদাকা পরিবার সৌদি আরব প্রবাসী সদস্যরা।
আসসাদাকা পরিবারের সদস্য ওস্বপ্ন ছোঁব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা স্বপ্ন সঞ্চালনায় চর রাজিবপুর প্রেসক্লাবে সভাপতি আতাউর রহমান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হোমিও ডাক্তার কেরামত আলী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মতিউর রহমান বিএসসি।
ডাক্তার কেরামত আলী বলেন বাংলাদেশী প্রবাসীরা সৌদি আরবে পরিশ্রম করেও বাংলাদেশের ইমাম মোয়াজ্জেনদের জন্য ঈদের উপহার পাঠিয়েছে এটা জেনে আমি অনেক আনন্দিত এবং খুশি হয়েছি। ইমাম মোয়াজ্জেনদের কথা কেউ মনে রাখে না। আসসাদাকা পরিবারের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
সোহেল রানা স্বপ্ন বলেন প্রতিবছর রমজানে আস সাদাকা পরিবারের পক্ষ থেকে নানা ধরনের মানুষকে সহায়তা করা হয়। গতবারও ইমাম মোয়াজ্জিনদের জন্য আসসাদাকা পরিবার উপহার পাঠিয়েছিল। এবারও পবিত্র রমজান মাসে ইমাম মোয়াজ্জেমদের পরিশ্রমের কথা চিন্তা করে ইমাম মোয়াজ্জেমদের জন্য ঈদের উপহারের ব্যবস্থা করা হয়েছে। এ বছর রমজানে ঠাকুরগাঁ জেলায় এবং কুড়িগ্রামের চর চর রাজিবপুরে এই সহায়তা প্রদান করা হয়।
এই উপহার সামগ্রী বিতরণ করার জন্য স্বপ্ন ছোঁব ফাউন্ডেশনের
প্রত্যেকটা সদস্য অনেক পরিশ্রম করেছে প্রকৃত অর্থে যারা কষ্টের দিনপাত করছে তাদের খুঁজে খুঁজে বের করেছে তালিকা করে করেছে। এ ধরনের মহৎ উদ্যোগকে সহযোগিতা করার জন্য তাদের ধন্যবাদ। উপহার বিতরণ শেষে আস সাদাকা পরিবারের সদস্যদের জন্য মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা স্বপ্ন ছোঁব ফাউন্ডেশনের সভাপতি আরিফ মাহমুদ, শাহাদাৎ হোসেন, মোহনগঞ্জ ইউনিয়ন সভাপতি রাশিদুল ইসিলাম, শাহিন আলম, কোদালকাটি ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ