পাবনা প্রতিনিধি
“দীক্ষা নিলে জানিস্ মনে — ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি-বিহীন দীক্ষা – কভু কি রে চেতন রয় ?” এক আদেশে চলে যারা, সমাজ গড়ায় জানিস্ তারা । “বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই জানিস্ ধর্ম তা” শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের এমন অসংখ্য বাণী হৃদয়ে ধারণ করে দেশের দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পাবনার হিমাইতপুর।
পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। তিন দিনব্যাপী চলবে এই মহোৎসব।
অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট ব্যারিষ্টার মোহাম্মদ শিশির মনির। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন, পাবনা জেলা ও দায়রা জজ আদলতের অতিরিক্ত পিপি এ্যাড. মলয় কুমার দাস রায়, পাবনা প্রেস কাবের সম্পাদক জহুরুল ইসলাম। এছাড়াও ধর্মীয় আলোচকবৃন্দ আলোচ্য বিষয়ের উপর আলোচনা বক্তব্য রাখেন।
এর আগে সকাল ৯ টায় বেলুন উড়িয়ে তিন দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মণসহ সৎসঙ্গের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply