পাবনা প্রতিনিধিঃ
পাবনায় ভোক্তা অধিকারের অভিযানে হোসেন ফুড কে ২ লক্ষ টাকা, লাভলী ফুড কে ৫০ হাজার টাকা, সাত্তার ভান্ডার ৪ হাজার ও মেসার্স আয়াত স্টোর কে ১ হাজার টাকা করে জরিমানা করে।
শনিবার (৮ মার্চ) পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর, অনন্ত বাজার ও মোজাহিদ ক্লাব বাজারে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি নেতৃত্বে সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর বাজারের হোসেন ফুডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩,৪৪,৪৫ ধারায় ২,০০,০০০/- , অনন্ত বাজারে সাত্তার ভান্ডারকে ৩৮ ধারায় ৪,০০০/-,মেসার্স আয়াত স্টোরকে কে ৩৮ ধারায় ১,০০০/-, লবলী ফুড ইন্ডাস্ট্রিজকে আলী ৪৩ ও ৫২ ধারায় ৫০,০০০/-জরিমানা আরোপ ও আদায় করা হয়। সর্বমোট ৩টি বাজারে সর্বমোট ৪টি প্রতিষ্ঠানকে মোট ১,৫৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন বি এস টি আইয়ের সহকারি পরিচালক শহিদুল ইসলাম এবং টাস্কফোর্সের সদস্যবৃন্দ ও পাবনা জেলা পুলিশের চৌকস একটি টিম ।