জুবায়ের খান প্রিন্স,
পাবনা: পবিত্র রমজান শুরু হতেই পাবনার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বেড়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে লেবু, বেগুন ও শসার। বিশেষ করে ইফতারের জন্য অপরিহার্য লেবুর দাম এতটাই বেড়েছে যে, তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে, পাবনার বড়বাজার, মাসুম বাজারসহ বিভিন্ন হাট-বাজারে লেবুর হালি (চারটি) বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। অথচ মাত্র এক সপ্তাহ আগেও একই লেবুর হালি ২০ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে একটি লেবুর দাম পড়ছে ১৭ থেকে ১৮ টাকা, যা রমজানের আগে ছিল মাত্র ৫ থেকে ১০ টাকা।
বিক্রেতাদের দাবি, রমজানের কারণে হঠাৎ লেবুর চাহিদা বেড়েছে, কিন্তু সেই তুলনায় সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। এক বিক্রেতা জানান, “এখন লেবুর মৌসুম না হওয়ায় বাজারে পর্যাপ্ত পরিমাণে লেবু আসছে না। অন্যদিকে, রোজার কারণে চাহিদা অনেক বেশি, ফলে দাম কিছুটা বেশি রাখা হচ্ছে।”
তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, রমজান মাস এলেই কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের অন্য সময় ২০-৪০ টাকা হালি লেবু কিনতে পারলেও রমজানে এসে তা ১৫০ টাকা ছুঁয়েছে। এটা ব্যবসায়ীদের কারসাজি ছাড়া আর কিছুই নয়।”
পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে পাবনা জেলা প্রশাসন বাজার মনিটরিং করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রমজানের প্রথম দিনেই জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম বাজার পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেন। তবে সাধারণ মানুষের দাবি, কেবল মনিটরিং করলেই হবে না, বাজার সিন্ডিকেট ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে রমজানের শুরুতেই ভোগান্তিতে না পড়তে হয়।
(সংবাদটি পবিত্র রমজানের প্রথম সপ্তাহের বাজার পরিস্থিতি বিবেচনায় প্রকাশিত হয়েছে।)
Leave a Reply