আব্দুল কাইউম - পাবনা
পাবনায় পুলিশি কাজে বাধাদানকারী পলাতক আসামী মোঃ আব্দুল জলিল (৪৪)-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩:৩০ এ পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ) একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনা শহরের আলিয়া মাদরাসা মোড় হতে পলাতক আসামী মোঃ আব্দুল জলিল (৪৪)-কে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামী জলিল পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য ও ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।
উল্লেখ্য গত ২১ ফেব্রুয়ারী দুপুর ৩টার দিকে ১৫:৩০ ফরিদপুর থানাধীন বেড়হাউলিয়া গ্রামস্থ মোঃ নিজাম উদ্দিন মোল্লা ও নিজু কারিগর (৬৫)-এর বাড়ির সামনে থেকে বিস্ফোরক সহ বিভিন্ন মামলার আসামী মোঃ আব্দুল জলিলকে গ্রেফতারের চেষ্টা করলে তার ছোট ভাই মোঃ আব্দুল খলিল, মোঃ খোকন, মোঃ চাঁদ, ছেলে মোঃ রাব্বি (২৫), মামাতো বোন মোছাঃ নুরজাহান বেগম, প্রতিবেশী মোঃ আবু সাঈদ ও তার সমর্থকগণ পুলিশের কাজে বাঁধা প্রদান করে ডিবি পুলিশের উপর আক্রমণ করে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে, তারা আসামী জলিল'কে ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল হতে চলে যায়। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ডিবি ও থানা পুলিশ আসামী জলিল'কে আটক করতে না পেরে ঘটনাস্থল ত্যাগ করে।
এর আগে ২২ ফেব্রুয়ারিতে যৌথ অভিযানে ফরিদপুর থানার মামলা নং-০৬, পেনাল কোড মামলায় এজাহারনামীয় মোট ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন