
বিশেষ প্রতিনিধি:চট্টগ্রামের কোতোয়ালীতে জাফর কলোনিতে অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। এছাড়া একই পরিবারের বাকি ৩ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের চন্দরপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন চৌধুরী।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৬টার দিকে বলুয়ারদিঘী জাফর সওদাগর কলোনীর একটি টিনশেড ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচটি পরিবারকে অক্ষত উদ্ধার করা হয়।
পরে পাশের একটি ঘরের টয়লেট থেকে আহত অবস্থায় পাঁচজনের সন্ধান মেলে। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ইলিয়াস ও পারভিন দম্পতিকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ইলিয়াস ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোকাররম হোসেন চৌধুরী।
Leave a Reply