1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন হারিয়েছি শহীদ আবরার ফাহাদের শাহাদতবার্ষিকী: ছাত্রদলের কর্মসূচি নিয়ে শিবিরের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ দীর্ঘ ৫ মাস ১৬ দিন পর চরশ্যামপুরের বালুমহাল বুঝে পেল ইজারাদার ছাত্রীর সাথে অশোভন আচরণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে  রৌমারীতে আফরোজা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাবনায় সাংবাদিক মঞ্জুর রহমানকে হত্যার হুমকি: গভীর উদ্বেগের জন্ম দিলেন প্রশাসন ও সাংবাদিক সমাজ বহিষ্কৃত এসআই মাহবুব হাসানের ২ দিনের রিমান্ড
শিরোনাম:
বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন হারিয়েছি শহীদ আবরার ফাহাদের শাহাদতবার্ষিকী: ছাত্রদলের কর্মসূচি নিয়ে শিবিরের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ দীর্ঘ ৫ মাস ১৬ দিন পর চরশ্যামপুরের বালুমহাল বুঝে পেল ইজারাদার ছাত্রীর সাথে অশোভন আচরণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে  রৌমারীতে আফরোজা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাবনায় সাংবাদিক মঞ্জুর রহমানকে হত্যার হুমকি: গভীর উদ্বেগের জন্ম দিলেন প্রশাসন ও সাংবাদিক সমাজ বহিষ্কৃত এসআই মাহবুব হাসানের ২ দিনের রিমান্ড

এমবাপ্পে ও বেলিংহ্যামকে ছাড়াই রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

  • প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:স্প্যানিশ কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলা হচ্ছে না কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যামের।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

চলতি মৌসুমের শুরু থেকেই চোটজর্জর রিয়াল স্কোয়াড। এমবাপ্পে ও বেলিংহ্যামের আগে চোটে পড়েছিলেন মিডফিল্ডার এডুয়াার্ডো কামাভিঙ্গা, ডিফেন্ডার ডেভিড আলাবা ও অ্যান্টোনিও রুডিগার। এছাড়া লম্বা সময় ধরে ইনজুরিতে ভুগছেন ডিফেন্ডার ইদার মিলিটাও ও দানি কার্ভাহাল।আনচেলত্তি বলেন, এমবাপে অনুশীলন করেছে। তার কাফ ইনজুরি আছে। সে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে। তবে কোপা দেল রের ম্যাচের জন্য বিবেচনায় থাকবে না।আনচেলত্তি রক্ষণের ইনজুরি সংকট সামলানোর চেষ্টা করছেন। কেননা সামনে তাদের কিছু বড় ম্যাচ আছে। লেগানেসের পর আগামী শনিবার ঘরের মাঠে অ্যাতলেতিকোর বিপক্ষে লিগ ডার্বি ও ১১ ফেব্রুয়ারি ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের ম্যাচ খেলবে রিয়াল।পেলে-ম্যারাডোনা বা মেসি নয়, আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়: রোনালদো
আনচেলত্তি বলেন, আমাকে ভাবতে হবে, কীভাবে জরুরি পরিস্থিতি সামলানো যায়। গত বছরও আমাদের এ রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এটি ভালোভাবে সামলাতে হবে। গত বছর এটি ভালোভাবে সামলাতে পেরেছিলাম। তরুণ খেলোয়াড়রা তাদের দক্ষতা দেখানোর সুযোগ পাবে। আমরা (২০ বছর বয়সী ডিফেন্ডার) জ্যাকোবো (রামন)-এর উপর নির্ভর করব।কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের স্কোয়াডগোলকিপার: লুনিন, ফ্রাঁ গঞ্জালেজ এবং সার্জিও মেস্ত্রে।ডিফেন্ডার: লুকাস ভাজকুয়েজ, ভালেজো, ফ্রাঁ গার্সিয়া, মেন্ডি, জ্যাকোবো, অ্যাসেনসিও, লরেঞ্জো এবং মারিও রিভাস।মিডফিল্ডার: ভালভার্দে, মডরিচ, চৌমেনি, আরদা গুলার, সেবেলোস এবং চেমা।ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, রড্রিগো, এন্ড্রিক, ব্রাহিম এবং গঞ্জালো।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group