1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন হারিয়েছি শহীদ আবরার ফাহাদের শাহাদতবার্ষিকী: ছাত্রদলের কর্মসূচি নিয়ে শিবিরের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ দীর্ঘ ৫ মাস ১৬ দিন পর চরশ্যামপুরের বালুমহাল বুঝে পেল ইজারাদার ছাত্রীর সাথে অশোভন আচরণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে  রৌমারীতে আফরোজা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাবনায় সাংবাদিক মঞ্জুর রহমানকে হত্যার হুমকি: গভীর উদ্বেগের জন্ম দিলেন প্রশাসন ও সাংবাদিক সমাজ বহিষ্কৃত এসআই মাহবুব হাসানের ২ দিনের রিমান্ড
শিরোনাম:
বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন হারিয়েছি শহীদ আবরার ফাহাদের শাহাদতবার্ষিকী: ছাত্রদলের কর্মসূচি নিয়ে শিবিরের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ দীর্ঘ ৫ মাস ১৬ দিন পর চরশ্যামপুরের বালুমহাল বুঝে পেল ইজারাদার ছাত্রীর সাথে অশোভন আচরণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে  রৌমারীতে আফরোজা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাবনায় সাংবাদিক মঞ্জুর রহমানকে হত্যার হুমকি: গভীর উদ্বেগের জন্ম দিলেন প্রশাসন ও সাংবাদিক সমাজ বহিষ্কৃত এসআই মাহবুব হাসানের ২ দিনের রিমান্ড

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি স্কোয়াডে রোহিত-বাবর

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত নেতৃত্ব দিয়ে ভারতকে শিরোপা এনে দিয়েছিলেন রোহিত শর্মা। এ ছাড়া ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন এই মারকুটে ব্যাটার। যার স্বীকৃতি স্বরূপ আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) ২০২৪ সালে টি-টোয়েন্টিতে সেরা পারফরম্যান্স করা ক্রিকেটারদের নিয়ে বর্ষসেরা স্কোয়াড প্রকাশ করেছে আইসিসি।

যেখানে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। গত বছরে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪২ গড়ে ৩৭৮ রান করেছিলেন তিনি। একটি সেঞ্চুরি রয়েছে তারা। রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন আরেক মারকুটে ব্যাটার ট্রাভিস হেড। ১৫ ম্যাচে ৩৯ গড়ে ৫৩৯ রান করেছেন তিনি। চারটি অর্ধশতক রয়েছে তারা।

ওয়ান ডাউনে সুযোগ পেয়েছেন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট। ১৭ ম্যাচে ৪৬৭ রান করা এই ব্যাটারের রয়েছে একটি সেঞ্চুরি। ২৪ ম্যাচে ৬ ফিফটিতে ৭৩৮ রান করা বাবর আজমও রয়েছে এই তালিকায়। তাদের সঙ্গে রয়েছেন নিকোলাস পুরানও। ২১ ম্যাচে ৪৬৪ রান করেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার।

দল টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা না পেলেও আইসিসির বর্ষসেরা স্কোয়াডে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের সিকান্ডার রাখা। ২৪ ম্যাচে ৫৭৩ রানের পাশাপাশি ২৪ উইকেটও রয়েছে এই রোডেশিয়ান অলরাউন্ডারের ঝুলিতে। অলরাউন্ডার কোটায় জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়াও। ১৭ ম্যাচে ৩৫২ রান করার পাশাপাশি ১৬টি উইকেট শিকার করেছেন তিনি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবার সেমিফাইনালের টিকিট পেয়েছিল আফগানিস্তান। দলের অবদানে বিশেষ ভূমিকা পালন করেছিলেন রশিদ খান। ২০ ম্যাচে ১৭৯ রান ও ৩৮ উইকেট শিকার করে আইসিসির বর্ষসেরা স্কোয়াডেও রয়েছেন তিনি। তারপর রয়েছেন শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন তিনি।

পেস ইউনিটে রয়েছে ভারতীয়দের দাপট। জাসপ্রিত বুমরাহ ও আর্শদ্বীপ সিংকে রাখা হয়েছে এই স্কোয়াডে। গত বছর ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন বুমরাহ এবং ১৮ ম্যাচে ৩৬ উইকেট শিকার করেছেন আর্শদ্বীপ সিং।

রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান, সিকান্ডার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জাসপ্রিত বুমরাহ ও আর্শদ্বীপ সিং।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group