সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার জামায়াত অফিসের সাবেক অফিস সহকারী মোকলেছুর রহমানের জানাজা বোয়ালমারী কামিল মাদরাসা মাঠে শনিবার (২৮ ডিসেম্বর ) সকাল ১১ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সফল মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শুক্রবার সন্ধ্যায় (২৭ ডিসেম্বর ) হার্ট অ্যাটাকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় আরো অংশ নেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোকলেছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, পৌর আমীর হাফেজ আব্দুল গফুর, ডক্টর কামরুজ্জামান বকুল, মাওলানা আব্দুল মালেকসহ সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ের মুসুল্লিগণ।