প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:২৫ পি.এম
সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কা, নিহত ৪

পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭) এবং রাঙামাটি গ্রামের জলিল (৬৫)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) আ. লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে সাঁথিয়াগামী মালবাহী ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।’
সাঁথিয়া থানা পুলিশ জানান ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।’
Copyright © 2024 Kaler Sangram