1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শিরোনাম:

গাজনার বিলে মাছ শিকার করছে গ্যাস ট্যালেট দিয়ে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

টাইমস ডেক্স:পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে চায়না দুয়ারী ও বেড় জালের পাশা-পাশি গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে শুষ্ক মৌসুমে বিলে মাছের আকাল দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকার সচেতন মহল ধারণা করছেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গাজনার বিলের আশপাশের ৮/১০টি গ্রামে ৪/৫‘শ মৎস্যজীবী রয়েছে।

বিলে মৎস্যজীবীরা রুই এবং কাতলা সহ দেশিয় প্রজাতির বিভিন্ন প্রকার মাছ শিকার করছে নিষিদ্ধ চায়না দুয়ারী বেড়, ও খড়া জাল দিয়ে। নিষিদ্ধ চায়না দুয়ারী বেড়, ও খড়া জাল দিয়ে  মাছ শিকার করার পাশাপাশি ক্ষতিকর বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে বিলে মৎস্যজীবীরা মাছ শিকার করছে ।

বিলের পাশেই শারীরভিটা গ্রামের বাসিন্দারা জানান, কতিপয় অসাধু মৎস্যজীবী প্রথমে বিলের নির্দিষ্ট একটি জায়গার চারপাশ বেড় জাল দিয়ে ঘেরাও করে। এরপর তারা ঘেরাওকৃত জায়গার মাঝে ক্ষতিকর বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছেড়ে দেয়। এতে ওই জায়গার মাঝে থাকা রুই, কাতলা এবং বানসহ অন্যান্য মাছ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে ভেসে উঠে।

এ সময় তারা সহজে ওই মাছ শিকার করে। মৎস্যজীবীরা প্রতিদিন দুপুরে এবং রাতে বিল থেকে ক্ষতিকর গ্যাস ট্যাবলেট দিয়ে ওই মাছ শিকার করে প্রকাশ্যে উপজেলার হাট-বাজারে বিক্রি করছে। বিশেষ করে এ ব্যাপারে দেখার কেউ না থাকায় মৎস্যজীবীরা প্রতিদিন অবাধে বিলে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার ও স্থানীয় হাট-বাজারে বিক্রি করে থাকে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূর কাজমীর জামান খান বলেন বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে বিলে অভিযান চালিয়ে ওই সকল মৎস্যজীবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group