1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শিরোনাম:

পুলিশের এস আই পরনারীর সঙ্গে রাত্রিযাপন। “”জনতার হাতে আটক এস আই””

  • প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

টাইমস ডেক্স :পাবনার চাটমোহরে এক নারীর ঘরে রাত্রীযাপনকালে স্থানীয়দের হাতে আটক এসআই মেহেদী হাসানকে পাবনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।অভিযুক্ত মেহেদী হাসান চাটমোহর থানার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বে ছিলেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে পুলিশ বিভাগের পক্ষ থেকে এসআই মেহেদিকে ক্লোজড করা হয়। অভিযুক্ত মেহেদী হাসান চাটমোহর থানার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বে ছিলেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী একটি মামলা সংক্রান্ত বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে যাওয়া আসা করতেন। মামলা তদন্তের দায়িত্বে ছিলেন এসআই মেহেদী হাসান। এমন পরিস্থিতিতে তাদের দু’জনের মধ্যে একটা  সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্ক পরবর্তীতে গভীর সম্পর্কে গড়ায়। যার ফলে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা।

সম্প্রতি  গৃহবধূ বাবার বাড়ি পার্শ্ববর্তী ইউনিয়ন নিমাইচড়া সমাজ দক্ষিণপাড়া বেড়াতে যান। সেখানে থাকা অবস্থায় গত মঙ্গলবার গভীর রাতে এসআই মেহেদী ওই বাড়িতে গিয়ে গৃহবধূর সঙ্গে একইঘরে রাত্রীযাপন করছিলেন।

এলাকাবাসী বিষয়টি  জানতে পেরে বাড়ি ঘেরাও করে । এবং তাদের দুজনকে একই ঘরে  বিবস্ত্র আপত্তিকর অবস্থায় আটক করে চাটমোহর থানায় খবর দেন। চাটমোহর থানায় খবর  পুলিশ পেয়ে  সেখানে গিয়ে এসআই মেহেদীকে জনতার আক্রোশ থেকে মুক্ত করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম জানান, ওই পুলিশ সদস্যর বিষয়টি নিয়ে আমরা তদন্ত করবো। যেহেতু বিষয়টি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে সুতরাং তাকে পাবনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। পুলিশের তদন্তে সে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group