1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শিরোনাম:

পাবনা প্রেসক্লাবে প্রখ্যাত সাংবাদিক রণেশ মৈত্র‘র স্মরণসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

পাবনা সংবাদাতা  : রণেশ মৈত্র পাবনার সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে চীরদিন বেঁচে থাকবেন। তিনি পাবনার সাংবাদিকতার মহাকালের যুগসন্ধিক্ষণের সাক্ষী। তিনি সাংবাদিক ও মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠায় সারা জীবন মানুষের কল্যানে কাজ করে গেছেন।

বৃহস্পতিবার রাতে পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক, সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক রণেশ মৈত্র‘র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা এ সব কথা বলেন। সভা শুরুর আগে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ।

 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন, প্রবীন সাংবাদিক ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রয়াত রনেশ মৈত্রর সন্তান প্রলয় মৈত্র, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, একুশে টেলিভিশন ও মানবজমিন এর স্টাফ রিপোর্টার রাজীউর রহমান রুমী, পাবনা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, দি বাংলাদেশ টুডে স্টাফ রিপোর্টার আব্দুল হামিদ খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সদস্য মুস্তাফিজুর রহমান রাসেল। পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, দ্য ডেইলি অবজারভার এর পাবনা প্রতিনিধিন ডঃ নরেশ মধু, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা রির্পোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, এটিএন নিউজ এবং দৈনিক দেশরুপান্তরের পাবনা প্রতিনিধি রিজভী জয়, বৈশাখী টিভি প্রতিনিধি মিজান তানজিল, দি ডেইলি মর্নিংটাচের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন প্রমুখ।

 

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর সোমবার ভোররাতে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিষ্ট রণেশ মৈত্র ৯০ বছর বয়সে ঢাকার পপুলার হাসপাতালে পরলোকগমন করেন। মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন জনস্বার্থের আন্দোলনে সব সময় সাহসি ভুমিকা রাখেন। ১৯৩৩ সালের ৪ঠা অক্টোবর তাঁর মাতামহের চাকুরীস্থল রাজশাহী জেলার ন’হাটা গ্রামে জন্মগ্রহণ করেন আজীবন সংগ্রামী রণেশ মৈত্র। বাবা রমেশ চন্দ্র ছিলেন পাবনার আতাইকুলা থানার ভুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। ২০১৮ সালে তিনি সাংবাদিকতায় একুশে পদক লাভ করেন। তার স্ত্রী পুরবী মৈত্র বীরমুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা সমিতি পাবনা জেলা শাখার সাবেক সভানেত্রি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group