Warning: Creating default object from empty value in /home/timesofpabna/kalersangram.com/wp-content/themes/BreakingNews Design1/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
বৃষ্টিতে জলাবদ্ধতা পাবনায়, ভোগান্তিতে শহরবাসী বৃষ্টিতে জলাবদ্ধতা পাবনায়, ভোগান্তিতে শহরবাসী – Kaler Sangram
  1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে চরের নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ। শিক্ষকের বিরুদ্ধে কাম্য যোগ্যতা না থাকার অভিযোগে সরেজমিন তদন্ত রাজিবপুরে মুক্তঅঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাবনায় সহস্রাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস অস্ট্রেলিয়ায় বিএনপির নতুন নির্বাহী কমিটি গঠন এবং দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন রাজিবপুরে চারশত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সওয়াবের খাদ্য সহায়তা বিতরণ পাবনার তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ । হোপ ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ পাবনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কালা চাঁদপাড়া আল হেলাল জামে মসজিদে ইফতার ও দোয়া  মাহফিল ভিজিএফের চাল বিতরণে মেম্বরের সাথে এলাকাবাসীর সংঘর্ষ।
শিরোনাম:
কুড়িগ্রামে চরের নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ। শিক্ষকের বিরুদ্ধে কাম্য যোগ্যতা না থাকার অভিযোগে সরেজমিন তদন্ত রাজিবপুরে মুক্তঅঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাবনায় সহস্রাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস অস্ট্রেলিয়ায় বিএনপির নতুন নির্বাহী কমিটি গঠন এবং দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন রাজিবপুরে চারশত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সওয়াবের খাদ্য সহায়তা বিতরণ পাবনার তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ । হোপ ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ পাবনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কালা চাঁদপাড়া আল হেলাল জামে মসজিদে ইফতার ও দোয়া  মাহফিল ভিজিএফের চাল বিতরণে মেম্বরের সাথে এলাকাবাসীর সংঘর্ষ।

বৃষ্টিতে জলাবদ্ধতা পাবনায়, ভোগান্তিতে শহরবাসী

  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি

টানা দুইদিনের বৃষ্টিতে পাবনা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে শহরবাসী। শহরের শিবরামপুর কবিরাজ লেন, নারিকেল বাগান, পাথরতলা, বড় বাজার, মোজাহিদ ক্লাব, শালগাড়িয়া, পার হাউস পাড়া, চক ছাতিয়ানি, আটুয়া চামড়ার আড়ত, দিলালপুর, গোপালপুর, দক্ষিণ রাঘবপুর, কুঠিপাড়া, রাধানগর, যুগীপাড়াসহ বিভিন্ন এলাকায় ড্রেন ও রাস্তাঘাট ডুবে গেছে।

এসব এলাকার অনেক পানি বাসা বাড়িতেও পানি ঢুকে গেছে। ‘সঠিকভাবে’ পানি নিষ্কাশন না হওয়ায় এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানান শহরবাসী। ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক নাজমুল হাসান রঞ্জন জানান, শুক্রবার সকাল ৬ টায় ৮৬ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে শনিবার আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, পানির কারণে অলি-গলিতে রিকশা ও অটোরিকশা ঢুকতে পারছে না। বাচ্চাদের স্কুলে নিতে ভোগান্তি পোহাচ্ছেন অভিভাবকরা। চাকরিজীবীরাও অফিসে যেতে দুর্ভেগে পড়ছেন। যাদের বাসায় রান্নাঘর নিচু, পানি ঢোকায় তারা রান্নাও করতে পারছেন না।

শহরের শিবরামপুর কবিরাজ লেন এলাকার মামুন আজিজ বলেন, “শহরের বেশির ভাগ রাস্তা-ঘাট ভাঙাচোরা। তারপর আবার সড়কসহ বাড়ি তলিয়ে গেছে। তাই বৃষ্টিতে চলাচলে মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছে।”

গোপালপুর এলাকার মো. আব্দুস সামাদ জানান, বৃষ্টি হলেই শহরের সড়কগুলো ডুবে যায়, বাসায় পানি ঢুকে। অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ ও সঠিক ড্রেনেজ ব্যবস্থা না করার কারণে পানি নামতে দীর্ঘ সময় লেগে যায়। এতে করে জলাবদ্ধতা ও ভোগান্তি বেড়ে যায়।

তিনি বলেন, “শহরের বেশির ভাগ ড্রেন ময়লা-আর্বজনায় বন্ধ থাকে। যার ফলে অতি বৃষ্টিতে ড্রেনগুলো ডুবে রাস্তায় পানি উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়।” হেমায়েতপুর এলাকার শায়খ পল্লব বলেন, “এলাকায় পানি নিষ্কাশনের তেমন কোনো পথ নেই। তাই প্রতিবছর ভারি বৃষ্টি হলে শহরের রাস্তাঘাট ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়।”

বৃষ্টি হলে প্রতিবারই স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশাজীবী হাজারো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয় বলে বাংলা বাজার এলাকার জহুরুল ইসলাম জানান।

সংবাদটি শেয়ার করুন

One response to “বৃষ্টিতে জলাবদ্ধতা পাবনায়, ভোগান্তিতে শহরবাসী”

  1. Hi, this is a comment.
    To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
    Commenter avatars come from Gravatar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group